পাঁচবারী মখলেসুর রহমান কলেজ এর ওয়েবসাইটি খুলে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন ২০২১ এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। পাঁচবারী মখলেসুর রহমান কলেজ এর ওয়েবসাইটিতে যে তথ্য, উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এবং তা সবার কাছে সহজ লভ্য হবে। এটা নিশ্চিত যে, আমাদেরকে ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেলে, চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের কার্যক্রমে সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান উন্নত হবে ও দুর্নীতি সহনীয় মাত্রায় নেমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে, পাঁচবারী মখলেসুর রহমান কলেজ এর ওয়েবসাইটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করেই শেষ করছি।
...............................
অধ্যক্ষ
পাঁচবারী মখলেসুর রহমান কলেজ.দিনাজপুর
শিক্ষাই জাতির মেরুদন্ড। কাজেই সবার জন্য শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। এ অধিকারকে যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে বিশ্বের অনেক দেশ আজ উন্নত দেশ হিসেবে উন্নতির চরম শিখরে আরোহণ করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের সাথে সংগতিপূর্ণ বিকাশের জন্য আমরা প্রত্যেকেই ভাবি নিজ নিজ সন্তানদের নিয়ে। প্রকৃতির সন্তান মানব শিশুকে পরিশুদ্ধ হতে হয়, পরিপুর্ণ হতে হয় স্বীয় সাধনায়। এ ক্ষেত্রে শিক্ষায় হলো আমাদের মূলমন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেশ্য হলো আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন। আর এ লক্ষ্যে তাদেরকে সৃজনশীল, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী এবং উপযুক্ত শিক্ষাদান পদ্ধতির সমন্বয়ে একটি শিক্ষাবান্ধব পরিবেশ। আমি বিনয়ের সাথে দাবী করি পাঁচবারী মখলেসুর রহমান কলেজ এর এসব কিছুর সমন্বয় ঘটানো সম্ভব হয়েছে। শিক্ষার্থীদের মজ্জাগত প্রতিভা সহজে বিকাশের জন্য প্রতিষ্ঠানটিতে রয়েছে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার শিক্ষা, সাংস্কৃতিক, আনুষ্ঠানিক, খেলাধুলাসহ নানাবিধ শিক্ষা এবং কম্পিউটার শিক্ষা ও কম্পিউটার প্রশিক্ষন ব্যাবস্থা খুবই শক্তিশালী যা ডিজিটাল বাংলাদেশ গড়তে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
পাঁচবারী মখলেসুর রহমান কলেজ এর ওয়েবসাইটি খুলে সরকারের ডিজিটালাইজেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে এবং সরকারের ভিশন ২০২১ এর সাথে একাত্মতা প্রকাশ করেছে। পাঁচবারী মখলেসুর রহমান কলেজ এর ওয়েবসাইটিতে যে তথ্য, উপাত্ত থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে এবং তা সবার কাছে সহজ লভ্য হবে। এটা নিশ্চিত যে, আমাদেরকে ইনফরমেশন হাইওয়েতে উঠতে গেলে, চলতে গেলে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে বিভিন্ন সরকারী দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের কার্যক্রমে সচ্ছতা, গতিশীলতা, জবাবদিহিতা নিশ্চিত হবে এবং সেবার মান উন্নত হবে ও দুর্নীতি সহনীয় মাত্রায় নেমে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পরিশেষে, পাঁচবাড়ী মখলেসুর রহমান কলেজ এর ওয়েবসাইটির সফলতা ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হোক এই কামনা করেই শেষ করছি।
---নাম --
সভাপতি
পাঁচবাড়ী মখলেসুর রহমান কলেজ. দিনাজপুর
পাঁচবাড়ী মোকলেছুর রহমান মহবিদলয় পাঁচবাড়ি, পাঁচবাড়ী দিনাজপুর সদর দিনাজপুরে অবস্থিত এর এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা EIIN হল 120823 এপ্রিল 10, 1988, এটি প্রথম চালু করা হয়েছিল। পাঁচবাড়ী মোকলেছুর রহমান মহাবিদ্যালয়ের বিকল্প নাম পাঁচবাড়ী মোকলেছুর রহমান কলেজ। প্রতিষ্ঠানটি নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে শিক্ষা প্রদান করে: বিজ্ঞান , মানবিক , ব্যবসায় অধ্যয়ন এর এমপিও নম্বর হলএটি দিনের শিফটে কাজ করে। এর ব্যবস্থাপনা হল গভর্নিং বডি। এর স্বীকৃতি সরকার কর্তৃক স্বীকৃত এবং স্বীকৃতির স্তরটি ডিগ্রি। স্কুল/কলেজের এমপিও লেভেলের এমপিও নম্বর 7811083201 আছে এবং এমপিওর ধরন হ্যাঁ। পাঁচবাড়ী মোকলেছুর রহমান মহবিদলয় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে । যদিও অন্যান্য অনেক উচ্চ বিদ্যালয় অসংখ্য শৃঙ্খলা শেখায়, আপনি এই উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান , মানবিক , ব্যবসায় অধ্যয়ন হিসাবে যে প্রধান শাখাগুলি শেখায় তা খুঁজে পেতে পারেন ।এই ইনস্টিটিউটের ব্যবস্থাপনার ধরন হল গভর্নিং বডি। যে অঞ্চলে এটি অবস্থিত সেটি গ্রামীণ যার ভৌগোলিক অবস্থান সমভূমি। প্রতিষ্ঠানটি ৮ নং নির্বাচনী এলাকায় । পাঁচবাড়ী মোকলেছুর রহমান মহবিদলয়ের শিক্ষকদের গড় বয়স ৪৯ বছর।পাঁচবাড়ী মোকলেছুর রহমান মহবিদলয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। এই ইনস্টিটিউটের কলেজ কোড হল 3427৷ এই কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে নিম্নলিখিত অনার্স এবং পাস কোর্সগুলি অফার করে: BSS (পাস) (6002), BBS (পাস) (6004), বাংলা (1001)
